হাদীস: হযরত ইমরান হুমাইনুল খুযায়ী (রা) বলেন, একবার নবী করীম (সাঃ) এক ব্যক্তিকে দলের অন্য লোকদের থেকে দূরে একাকী অবস্থায় দেখতে পেলেন। কিন্তু সে তাদের সাথে নামায আদায় করেনি।
তখন রাসূলেপাক (সাঃ) তাকে ডেকে বললেন, হে অমুক! তোমাকে সকলের সাথে নামায পড়তে কিসে বারণ করেছে? উত্তরে সে বলল ইয়া রাসূলুল্লাহ (সাঃ) আমার স্বপ্নদোষ দেখা দিয়েছে অথচ পানি নেই। তখন রাসূলেপাক (সাঃ) বলেছিলেন, এখন তোমার জন্য পবিত্র মাটি প্রয়োজন। এটাই তোমার জন্য যথেষ্ট।
নবী করীম (সাঃ) ৫টি বিশেষ বৈশিষ্ট্য লাভ:
হাদীস: হযরত জাবের (রা) বর্ণনা করেন নবী করীম (সাঃ) ইরশাদ করেছেন! আল্লাহ তায়ালার পক্ষ হতে আমাকে পাচঁটি বৈশিষ্ট্য দান করা হয়েছে। আমার আগেই কেউই তা লাভ করতে পারেনি।
(১) সুদূর এক মাসের পর হতে শক্র পক্ষকে ভীত-সন্ত্রস্ত করার শক্তিশালী প্রভাব আমাকে দান করা হয়েছে।
(২) সমগ্র ভূপৃষ্ঠকে আমাদের জন্য নামায ও পবিত্র সাধনের উপযোগী সাব্যস্ত করা হয়েছে। যে স্থানে নামাযের সময় উপস্থিত হয় সেখানেই আমার উম্মত নামায আদায় করতে পারবে।
(৩) গনীমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে। আমার পূর্বে কোন পয়গম্বরের উম্মতের জন্য তা হালাল ছিল না।
(৪) শাফাআতের সুযোগ আমাকে বিশেষভাবে দান করা হয়েছে।
(৫) আমি সমগ্র বিশ্ব মানবের প্রতি প্রেরিত হয়েছি। আমার পূর্বে প্রত্যেক নবী বিশেষ কোন জাতি সম্প্রদায়ের প্রতি প্রেরিত হতেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply