হাদীস: হযরত আবু আইউব আনসারী (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমাদের কেউ যদি পায়খানায় বসে সে যেন কেবলামুখী হয়ে না বসে এবং সে দিকে পিঠ দিয়েও যেন না বসে। বরং পূর্ব অথবা পশ্চিম দিক হয়ে যেন বসে।
পানিখাওয়া ও এন্তেঞ্জার নিয়ম:
হাদীস: হযরত আবু কাতাদা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যখন তোমাদের মধ্য হতে যে কেউ পানি পান করবে, তখন পাত্রে নিঃশ্বাস ফেলবে না। আর যখন পায়খানায় যাবে, তখন নিজের লজ্জা স্থান ডান হাতে স্পর্শ করবে না এবং ডান হাতে নাপাকী ও দূর করবে না।
অপবিত্র বস্তু দ্বারা কুলুখ লওয়া যাবে না:
হাদীস: হযরত আসওয়াদ (রা) আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) কে বলতে শুনেছেন একদিন নবী করীম (সাঃ) পায়খানায় যাবেন। তখন তিনি আমাকে তিনটি পাথর খোঁজ করে নিয়ে আসার জন্য বললেন, আমি দু’টি পাথর পেলাম তৃতীয়টির সন্ধান করলাম কিন্তু পেলাম না, তখন আমি গোবর নিয়ে আসলাম, তা নিয়ে রাসূলেপাক (সাঃ) এর কাছে গেলাম।
তিনি পাথর নিলেন কিন্তু গোবর নিক্ষেপ করে ফেলে দিলেন এবং বললেন, “এটা নাপাক বস্তু।”
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply