রাজধানীর কদমতলী এলাকায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, খেলার ছলে গলায় ফাঁস লেগে শিশুটির এমন মৃত্যু হয়। নিহত শিশুর নাম জেসমিন। তার বয়স সাড়ে ৬ বছর।
বাসায় পর্দার হ্যান্ডেলে ঝোলানো রশি দিয়ে খেলার সময় জেসমিনের গলায় ফাঁস লেগে যায়। পরে শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গবার সন্ধ্যার দিকে কদমতলী মেরাজনগরে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জেসমিনের বাবার নাম আবদুল জব্বার। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা। জেসমিন ঢাকার মেরাজনগরে তার নানা সাইজ উদ্দিন ব্যাপারীর বাসায় থাকত। সাইজ উদ্দিন জানান, মামলার কারণে কারাগারে আছে জেসমিনের বাবা। মাকে নিয়ে নানার বাসায় থাকত জেসমিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, শিশু জেসমিনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
শিশুদের হাতের নাগালে এমন কিছু রাখা উচিৎ না, যেটি তাদের বিপদের কারন হয়ে উঠতে পারে। নাহলে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়েই। এজন্যে সচেতন থাকতে হবে বাড়ির বড়দেরই।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply