চ্যাম্পিয়ন্স লীগে রেফারির সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করার জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সেই রেশ এখনো কাটেনি। এরমধ্যে গতকাল ফের বিতর্কে জড়ালেন বিশ্বখ্যাত এই তারকা।
ফরাসি কাপের ফাইনালে পরিস্কার দুই গোল এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হয়েছে পিএসজিকে। জানুয়ারিতে ইনজুরির পর প্রথমবার শুরুর একাদশে ফেরেন নেইমার। পিএসজির দুই গোলে সরাসরি অবদান রাখেন তিনি।
দানি আলভেসকে দিয়ে এক গোল করান এবং নিজেই ২১তম মিনিটে এক গোল করেন। কিন্তু দারুণভাবে ঘুরে দাড়ায় রেনে। পরে সমতায় থেকে টাইব্রেকার ভাগ্যে হার দেখে পিএসজি। ম্যাচে শেষে পুরস্কার বিতরণের সময় গ্যালারির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পিএসজির ফুটবলাররা।
গ্যালারিতে থাকা সমর্থকরা প্রিয় খেলোয়াড়দের ছবি তুলছিলেন। এমন সময় নেইমার এক সমর্থকরে হাত থেকে মোবাইল টেনে নেন। এবং বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায় ওই সমর্থকের মুখে ঘুষি দিয়ে বাসেন নেইমার। এই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই পরেই শুরু হয় আলোচনা সমালোচনা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply