এতকিছুর পরেও সড়কে দুর্ঘটনা যেন কমছেই না। ঈদের সময় আসা যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। সমাধান হচ্ছে না কিছুতেই।
এবার পাবনা শহরে ট্রাক চাপায় মারা গেল স্কুলছাত্রী। শহরের লাইব্রেরী বাজারে বিন্দু (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ভাই মেহেদী হাসান বিশাল (১৫)। সোমবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিন্দু পাবনা পৌর সদরের গোপালপুর আইবি রোড এলাকার শফিকুল ইসলাম বিপুর মেয়ে। সে পুলিশ লাইন্স স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় বিন্দু তার ভাই মেহেদী হাসান বিশাল এর সাথে মোটরসাইকেলে যাচ্ছিল। পথিমধ্যে লাইব্রেরী বাজারের গ্রীণ লীফ স্কুলের সামনে একটি চলন্ত ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিন্দু মারা যায়। গুরুতর আহত বিন্দুর ভাইকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে।
তবে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালাচ্ছিল ওই ছেলে। এরই এক পর্যায়ে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে স্কুলছাত্রী বিন্দু।
এদিকে, দুর্ঘটনার পর পালানোর সময় পাবনা বিসিক শিল্পনগরী এলাকা থেকে ট্রাকটি আটক করে স্থানীয় জনগন। তবে পালিয়ে যায় ট্রাকের চালক।
সড়কে ঘটা দুর্ঘটনার অধিকাংশই হয় আমাদের অসচেতনতায়। এরই প্রমাণ মিললো আবার। মোটরসাইকেলে বেপরোয়া গতি কেড়ে নেয় অনেকের প্রাণ। তবু আমরা হেলমেট ছাড়া রাস্তায় নামি আবার, আবার নতুন কোনো দুর্ঘটনার কবলে পড়ি। এর শেষ হওয়া উচিৎ আমাদের হাতেই।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply