জাহেদুল ইসলাম মিরাজ,বাঁশখালী (চট্রগ্রাম) প্রতিনিধি : বাঁশখালী উপজেলায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল মেরামত শেষ না হতেই ধ্বসে পড়েছে বলা যানা যায়। ২৫ মে শনিবার বিকাল আনুমানিক সময় ৪ টার দিকে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল ধ্বসে পড়ার ঘটনা ঘটে। উক্ত স্কুল সড়কের বাউন্ডারির পাশ দিয়ে মিয়ার বাজার থেকে হারুন বাজার পর্যন্ত হাজার লোকের যাতায়তের একমাত্র রাস্তা এবং কম সময়ের মধ্যে যদি এই বাউন্ডারি মেরামত করা না হলে এবং বর্তমানে বৃষ্টি বাদলের দিন এই রাস্তাটি ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে এবং প্রতিদিনে চলাচলের
লোকজন জনদুর্ভোগ সৃষ্টি হবার আশঙ্কা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাই এই দেওয়ালে সিমেন্ট রড বলতে কিছুই দেওয়া হয়নি এবং এই দেয়ালের নিচ থেকে মাটি বিক্রি করে দিয়েছে প্রচুর বৃষ্টি হওয়াতে এই দেয়াল ভেঙে যায়। উত্তর দেওয়ালে রড সিমেন্টের মাত্রা কম থাকায় এবং দেয়ালের পাশ থেকেই মাটি খনন করে বিক্রয়ের কারনে উক্ত দেয়াল ধসে পড়ে। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রা সেন বড়ুয়া বলেন: বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এর
জন্য মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ৩ কোটি ৫০ লক্ষ টাকার বরাদ্দ দিয়ে একটি ভবন নির্মাণের জন্য বলেন এর আলোকে যে বাউন্ডারি ধ্বসে পড়েছে উক্ত বাউন্ডারির কাজ ইঞ্জিনিয়ার আরমান আজকে থেকে ড্রাম সীট দিয়ে মেরামত করে দিবে বলে জানা যায়। বাঁশখালী উপজেলার সাবস্ট্যান্ড প্রকৌশলী আরমান থেকে জানতে চাইলে তিনি বলেন: বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এর বাউন্ডারি দেওয়াল এর যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার জন্য আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন মেরামত করে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply