চাঁপাইনবাবগঞ্জে বিএনপি থেকে নির্বাচিত দুইজন সংসদ সদস্য শপথ নেয়ার খবরে দলের একাংশ মিষ্টি বিতরণ করেছে। তবে অপর পক্ষ দলীয় সিদ্ধান্তে শপথ নিলে স্বাগত, নইলে শাস্তির দাবি জানিয়েছে।
এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের বিএনপির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-০৩ সদর আসনের বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হারুনুর রশিদ এবং চাঁপাইনবাবগঞ্জ-০২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমিনুল ইসলাম শপথ নেয়ার পর জেলা সদরে হারুনুর রশিদের সমর্থকরা মিষ্টি বিরতণ করেন। পরে দলীয় নেতাকর্র্মীরা মিছিল বের করে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু বলেন, দলীয় সিদ্ধান্তে শপথ নিয়ে থাকলে স্বাগত জানাই, নইলে দলীয় সিদ্ধান্ত ভঙ্গকারী হিসেবে তাদের বিরুদ্ধে শাস্তির দাবি জানাই।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের দুই জন সংসদ সদস্য শপথ গ্রহণ করায় বিএনপির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ র্যালি করেছে। তারা সংসদে গিয়ে খালিদা জিয়ার মুক্তি ও সাধারণ জনগণের কথা তুলে ধরবেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইয়েদ পাঠান জানান, তারা দলের কথা না ভেবে নিজেদের স্বার্থে শপথ নিয়ছেন।এ শপথ গ্রহণ করায় তীব্র নিন্দা ও কঠোর শাস্তির দাবি জানাই।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply