জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার অবস্থায় নেই বলে জানিয়েছেন তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার (৪ জুলাই) জাতীয় পার্টির বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথাপ্রসঙ্গে এ তথ্য জানান তিনি।
জি এম কাদের বলেন, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে চিকিৎসকরা তার অবস্থার উন্নতির আশা করছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া হবে কিনা প্রশ্নে কাদের বলেন, তিনি বিদেশ পাঠানোর মতো অবস্থায় নেই। তাছাড়া, চিকিৎসকরা জানিয়েছেন, এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালেই বিশ্বমানের চিকিৎসা দেয়া হচ্ছে।
জি এম কাদের বলেন, এরশাদের শরীরে পানি জমেছে। রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেছে। কিডনি যেভাবে কাজ করা কথা ছিল সেভাবে কাজ করছে না। তিনি ঘুমিয়ে আছেন, এটি আমাদের কাছে শুভ লক্ষণ মনে হচ্ছে না। ডাক্তাররাও এটিকে ভালো মনে করছেন না। দেশবাসীর কাছে এরশাদের জন্য দোয়া চেয়ে শুক্রবার (৫ জুলাই) সারাদেশে মসজিদ মন্দিরে তার রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন জিএম কাদের।
প্রসঙ্গত, গত ২২ জুন বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে সাবেক এ রাষ্ট্রপতিকে দ্রুত সিএমএইচে নেয়া হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এরশাদের রক্তে হিমোগ্লোবিনের সমস্যা ধরা পড়ে। দুই দফায় সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে এলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এই দফায় সিএমএইচে ভর্তি হলে এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণ ধরা পড়ে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply