বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪ হাজার কেন্দ্রে শুরু হয়েছে এ গণনা। এখন পর্যন্ত ৫৪২টি আসনের মধ্যে ইতোমধ্যেই ৪৯৪টি আসনের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি।
ভারতে কোনো দলকে সরকার গঠন করতে হলে ২৭২টি আসনে জয়ী হতে হবে। বেসরকারি ফলাফলে ইতোমধ্যেই এই সংখ্যা পার করে ফেলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এখন শুধু আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষা। সব কেন্দ্রের ভোট গণনা শেষে আজ ফলাফল ঘোষণা করা হবে।
প্রাথমিক গণনা অনুযায়ী, উত্তর প্রদেশের বারাণসীতে এগিয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কেরালার ওয়েনাডে এগিয়ে আছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অপরদিকে, গুজরাটের গান্ধীনগরে এগিয়ে আছেন বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের রায়বরেলীতে এগিয়ে আছেন সোনিয়া গান্ধী, উত্তরপ্রদেশের ওমেঠিতে এগিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানী, পশ্চিমবঙ্গের হুগলিতে পিছিয়ে বিজেপি প্রার্থী লকেট এবং পশ্চিমবঙ্গের বসিরহাটে এগিয়ে আছেন তৃণমূলের তারকা প্রার্থী নুসরাত জাহান।
সারাদেশ জুড়ে প্রায় দেড় মাস ধরে সাত দফায় নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনের শেষের দিন থেকেই অবশ্য সামনে এসেছে বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষার ফলাফল। ওই ফলাফলের হিসাবেও বাকি সবার চেয়ে অনেকটাই এগিয়ে থাকতে দেখা গেছে শাসকদল এনডিএ জোটকেই। দেশজুড়ে ভাল ফল করতে চলেছে বিজেপি, এমনটাই অভিমত পাওয়া গেছে বেশির ভাগ বুথফেরত সমীক্ষাতে। প্রাথমিক ফলাফলেও সেটা স্পষ্ট হয়ে উঠছে।
Leave a Reply