দিনাজপুরের বিরামপুরের দাউদপুর সীমান্ত এলাকা থেকে অবৈধপথে ভারত থেকে দেশে প্রবেশের দায়ে মানিক দেবনাথ (৩১) নামের এক
ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার সন্ধা ৭ টায় বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর সীমান্তের ৩শ
গজ বাংলাদেশ অভ্যন্তর হতে ঐ ভারতীয় নাগরিককে আটক করা হয়। সে ভারতের হিলি থানার ধরন্দা এলাকার বাসিন্দা।
বিজিবি দাউদপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার হায়দার আলি জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ দাউদপুর সীমান্তের ২৮৯ নং মেইন পিলারের ৫০নং সাবপিলার এর কাছ দিয়ে ভারতীয় রেজ্রিস্ট্রেশনযুক্ত একটি মোটরসাইকেল নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালায় মানিক দেবনাথ। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্যরা তাকে মোটরসাইকেলসহ আটক করে। তিনি আরো বলেন, আটক ব্যক্তি নিজেকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে, তবে কিভাবে তিনি
মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন এটা তিনি বলতে পারছেনা। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরপূর্বক তাকে বিরামপুর থানায় সোপর্দ করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply