নাটোরে নলডাঙ্গায় একটি বিরোধপূর্ণ জমিতে মন্দির নিমার্ণকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,নলডাঙ্গা উপজেলা পাটুল পশ্চিমপাড়ার সেকেন্দার ঢালী ১৯৮৯ইং সালে শ্রী অপূব মৈত্র গং এর নিকট হতে ৩৮ শতাংশ জমি কিনে নেয়। এর মধ্যে দখলীয় খাস ১০ শতাংশ ভোগদখল বুঝিয়ে দেয়। সেকেন্দার ঢালী মারা যাওয়ায় তার ছেলে মোঃ আনোয়ার হোসেন ঢালী ও মোঃ জয়নাল আবেদীন ঢালী কাজল ঐ জমিতে বাড়ি করে বসবাস করে আসছে ।
বাড়ির পাশে ভোগদখলকৃত ১০ শতাংশ জমিতে আজ হঠাৎ করে স্থানীয় হিন্দু সম্প্রদায় লোকজন রবিবার সকালে মূর্তি স্থাপন করে মন্দির বানানোর চেষ্টা করে। এ সময় জয়নাল আবেদীন কাজল বাঁধা দিতে গেলে সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়। আহতরা হলেন মো: জামাল উদ্দিন ঢালী, মোঃ জয়নাল আবেদীন কাজল, রুমা বেগম, সাজেদা বেগম ও নাহিদা খাতুন । স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন ।
এ বিষয়ে জয়নাল আবেদীন কাজল বলেন এটা আমাদের জমি আমি মাটি ভরাট করেছি এটা আমারি প্রাপ্য। অপরদিকে মন্দিরের জমির পক্ষে হতে শ্রী শুনীল হালদার বলেন, আমাদের মন্দিরের জমি এটা আমার বাপ – দাদারা প্রায় ১৫০ বছর হতে এই জমি ভোগ করে আসছে তাই আমাদের জমিতে মন্দির স্থাপন করেছি। এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান বলেন , অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই স্থানের পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে আছে। এ ঘটনায় উভয় পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply