হাদীস: হযরত আয়েশা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমাদেরকে প্রয়োজনে বের হওয়ার অনুমতি দেয়া হয়েছে। হযরত হিশাম (রা) বলেন, অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজন।
রাসূল (সাঃ) কিভাবে প্রাকৃতিক প্রয়োজন সারতেন:
হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি আমাদের ঘরের ছাদের উপর উঠলাম, তখন দেখলাম রাসূলুল্লাহ (সাঃ) দু’টি ইটের উপর বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজনে বসেছেন।
রাসূল (সাঃ) পানি দ্বারা ইসতিঞ্জা করতেন:
হাদীস: হযরত আনাস ইবনে মালেক (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) যখন প্রাকৃতিক প্রয়োজেনের বের হতেন তখন আমি এবং আরেকটি ছেলে পানির পাত্র নিয়ে আসতাম। তিনি তা দিয়ে ইসতিঞ্জা করতেন।
কয়েকটি কাজ ডান হাত দিয়ে না করা:
হাদীস: হযরত আবু কাতাদা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) ঘোষণা করেন, তোমরা যখন কেউ পেশাব করবে। তখন ডান হাত দিয়ে পুরুষাঙ্গ ধরবে না। তাছাড়া ডান হাত দিয়ে ইসতিঞ্জা করবে না এবং পান করার সময় পাত্রের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করবে না।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply