মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১২২টি দেশের মধ্যে বাংলাদেশ ১২০তম অবস্থানে রয়েছে। এক্ষেত্রে গত চার মাস ধরে একই অবস্থান বাংলাদেশের। তবে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ডাউনলোডের গতি কমেছে। ডাউনলোড এখন প্রতি সেকেন্ডে ৪ দশমিক ৯৭ মেগাবাইট। গত অক্টোবরে যা ৫ মেগাবাইটের ওপরে ছিল।
তবে বাংলাদেশে ফাইবার অপটিক তারের মাধ্যমে ব্যবহৃত ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি কিছুটা ভালো। ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির ক্ষেত্রে ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৫ নম্বরে। অবশ্য এক্ষেত্রে গত মাসে বাংলাদেশ ৮৩ নম্বরে ছিল। কোনো দেশে মোবাইল ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি নির্ধারণে ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করে ইন্টারনেট গতি মাপার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওকলা। তাদের ওই প্রতিবেদনের সর্বশেষ সংস্করণে বাংলাদেশে ইন্টারনেট গতি সম্পর্কে এসব তথ্য জানা গেছে।
এবারও মোবাইল ইন্টারনেটের গতিতে প্রথম স্থানে রয়েছে নরওয়ে। তাদের ডাউনলোড গতি সেকেন্ডে ৬২ দশমিক ৬৬ মেগাবাইট। ব্রডব্যান্ডে প্রথম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। তাদের গড় ডাউনলোড গতি সেকেন্ডে ১৫৩ দশমিক ৮৫ মেগাবাইট। এছাড়া মোবাইল ইন্টারনেট গতিতে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে নেদারল্যান্ডস ও আইসল্যান্ড। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় আইসল্যান্ড ও হংকং।
স্পিডটেস্ট ডটনেটের ১২২টি দেশের মোবাইল ইন্টারনেট গতির ক্ষেত্রে বাংলাদেশের পরেই রয়েছে লিবিয়া ও ইরাক। এ দুই দেশের ডাউনলোড গতি যথাক্রমে ৪ দশমিক শূন্য ৮ এবং ৩ দশমিক ১২ মেগাবাইট। আর এক্ষেত্রে ভারতের অবস্থান ১০৯তম।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply