জ্ঞানী-গুণী মানুষগুলোকে এভাবে খুন-জখম করে হত্যা করা যায় না। তাঁরা বাস করেন শত-সহস্র মানুষের হৃদয়ে। শরীর নশ্বর, কিন্তু তাঁদের অস্তিত্ব টিকে থাকে অবিনশ্বর মানব মনে। এটিই প্রমাণিত করলো শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মোমবাতি জ্বালিয়ে জনপ্রিয় লেখক, শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের মুখাবয়ব তৈরি করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার রাত ৯টার দিকে প্রিয় স্যারের প্রতি ভালোবাসা প্রদর্শন করতেই এ ধরনের ব্যাতিক্রমী আয়োজন করেন তারা। প্রতিকৃতির পাশে লিখা ছিল ‘Get Well Soon Sir’।
একাডেমিক ভবন ‘ডি’ এর গ্রাউন্ডে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ মুখাবয়ব তৈরি করে। এ সময় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। এর আগে রাত ৮টার দিকে আইআইসিটি বিল্ডিংয়ের সামনে থেকে মশাল মিছিল বের করেন ওই তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, আমাদের সবার প্রিয় জাফর ইকবাল স্যারের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) ফেস্টিভাল চলাকালীন বিকেল সাড়ে ৫টার দিকে ফয়জুর রহমান(২৪) নামে এক সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত হন ড. মুহম্মদ জাফর ইকবাল। এর আগে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিলেও তাঁর উপর সরাসরি প্রত্যক্ষ হামলা হয় নি। এবার পুলিশি পাহারার মাঝে থেকেও হামলার শিকার হলেন তিনি। সেখানেই আটক করা হয় হামলাকারীকে।
পরবর্তীতে জানা যায়, জঙ্গীবাদে উদ্বুদ্ধ হয়ে এই হামলা করা হয়েছে। পুলিশি পাহারার মধ্য দিয়েও এমন অতর্কিত আক্রমণ কেবল আক্ষেপই বাড়ায় না, সংশয় জাগায় নিরাপত্তা প্রদানে আমাদের পুলিশের সক্ষমতা কতটুকু।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply