ঋণ খেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, আপাতত ব্যাংকিং কমিশন করার দরকার নাই। কারণ ইতিমধ্যে ব্যাংকিং খাতের দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে।
আজ বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নতুন অর্থমন্ত্রী।
মুস্তফা কামাল বলেন ঋণখেলাপিরা খুব সহজেই আইনের দুর্বলতার সুযোগে হাইকোর্টে চলে যেতে পারেন। যার ফলে খেলাপি ঋণ আাদায়ে দীর্ঘসূত্রিতা দেখা দেয়। এটা যে কোন দেশের ব্যাংকিং খাতের জন্য একটা ভাল বিষয় না। তিনি বলেন সরকারি বা বেসরকারি ব্যাংকের ঋণ খেলাপি হলে দেশের জনগণ অর্থ বেহাত হয়ে যায়। আমার দেশের জনগণের অর্থ বেহাত হোক এটা আমরা চাই না। যে কোন ব্যাক্তিই সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করুক না কেন তাকে ঠিক সময়ে ফেরত দিতে হবে।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘দেশের ব্যাংকগুলো খেলাপি ঋণ কেন রিটেন অফ করে, কেনই বা ব্যাংকের ব্যালেন্স শিট থেকে সেই খেলাপি ঋণ বাদ দেওয়া হয়, তা যাচাই করতে একটি পর্ষবেক্ষণ কমিটি করা হবে। তারা এ বিষয়টি খতিয়ে দেখবে । খেলাপি ঋণ ব্যালেন্স শিট থেকে বাদ দেয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সরকার থেকে বর্তমান সময় পর্যন্ত, দেশের ব্যাংক কর্তৃপক্ষের ব্যালেন্স শিট থেকে ঋণ খেলাপি বাদ দেয়ার বিষয়টি ওই কমিটি বিবেচনা করবে।’
মুস্তফা কামাল বলেন, ‘আপাতত ব্যাংকিং কমিশন করার দরকার নেই। কারণ দেশের ব্যাংকিং খাতের দুর্বলতাগুলো আমরা ইতিমধ্যেই চিহ্নিত করতে পেরেছি।’ তিনি আরো বলেন, ‘আজকে আমাদের নন পারফরমিং লোন বিপুল ভাবে কমে আসতো যদি আমরা সেইভাবে আইনগুলো করতে পারতাম। আইনের দুর্বলতার কারণে আমারা আইনগুলো ঠিক ভাবে প্রয়োগ করতে পারছি না।’
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো আসাদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply