মাহফুজুর রহমান, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের সিরাজ (কাদিরাপাড়া), হঠাৎপাড়া এবং হিন্দুপাড়া গ্রামের চলাচলের একমাত্র ব্রীজটি সংস্কারের অভাবে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক গ্রামের শত শত মানুষ এই রাস্তার ব্রীজের উপর দিয়ে উপজেলা সদরে যাতায়াত করেন। সরেজমিনে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রায় দুই বছর পূর্বে বর্ষাকালের পানির তীব্র স্রোতের কারণে ব্রীজটি মাটিতে দেবে যায়। এছাড়া একমাত্র কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুমে কাঁদায় একাকার হয়ে বেহাল অবস্থায় হয়ে যায়। গ্রামের কোমলমতি শিশু-কিশোররা বর্ষা মৌসুমে যাতায়াতের দুর্ভোগে স্কুলে যাওয়া
বন্ধ করে দেয়। ফলে থমকে যায় এই এলাকার স্বাভাবিক জনজীবন। কাদিরাপাড়া গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান বলেন, শুষ্ক মৌসুমে ব্রীজটির পাশ দিয়ে চলাচল করা গেলেও বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। ফলে গ্রামবাসীদের পার্শ্ববর্তী নিতাইবাজার দিয়ে কালীবাজার হয়ে বিকল্প রাস্তায় যাতায়াত করতে হয়। অটো ভ্যান চালক মোঃ ইউসুফ মিয়া বলেন, একটু বৃষ্টি হলেই অটো নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। একই এলাকায় বসবাসরত মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার সর্বত্র ব্যাপক
উন্নয়নমূলক কাজ চলমান থাকলেও স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অবহেলা এবং স্থানীয় এম.পি মহোদয়ের কাছে সঠিকভাবে উপস্থাপিত না হওয়ায় এই ব্রীজটি মেরামত হচ্ছে না। দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল আজিম সোহাগ বলেন, ইতিমধ্যেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন(পি আই ও) অফিসের মাধ্যমে উক্ত ব্রীজের কাজের টেন্ডার হয়ে গেছে। অতি সত্ত্বর কাজ শুরু হয়ে যাবে। ভূক্তভোগী গ্রামবাসীরা জরুরী ভিত্তিতে নতুন করে ব্রীজটি মেরামত ও একমাত্র কাঁচা রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply