ইউরোপের ফুটবলারদের ভিডিও গেমজ্বর নতুন কিছু নয়। নিজেদের নিয়ে তৈরি ফিফা তো অনেক খেলোয়াড়ের নিত্যসঙ্গী। তবে হঠাতই নতুন এক গেইমস জ্বরে ধরেছে ফুটবলারদের। তার নাম ‘ফোর্টনাইট’। একটি চরিত্র হয়ে খেলার সুযোগ থাকায় এমনিতেও বেশ নেশা ধরানো গেম। তার ওপর এই গেমের উদ্যাপন জনপ্রিয়তা লাভ করেছে বিশ্বজুড়ে।
ফুটবল মাঠে প্রথম ফোর্টনাইট গেমের উদ্যাপন নিয়ে এসেছেন আঁতোয়ান গ্রিজমান। কিছুদিন আগে ব্যালন ডি’অর পার্টিতে যোগ না দিয়ে বাসায় বসে ফোর্টনাইট খেলাকেই বেশি যুক্তিযুক্ত মনে করেছেন নেইমার। এবার সেই খেলায় মগ্ন আরেকজনকে পাওয়া গেল, জার্মান তারকা মেসুত ওজিল।
মেসুত ওজিল ফুটবল মাঠের বাইরে আছেন অক্টোবর মাসের শুরু থেকে। পিঠের চোটের কারণে দুই মাস ধরে মাঠের বাইরে। চোট থেকে পুনর্বাসনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন আর্সেনাল তারকা। কিন্তু এই অলস সময় কীভাবে কাটাবেন? এই অলস সময় ওজিল কাটাচ্ছেন ভিডিও গেম ফোর্টনাইট খেলে। কিন্তু অতিরিক্ত ফোর্টনাইট খেলাই কাল হয়ে দাঁড়াচ্ছে ওজিলের জন্য। জার্মান জাতীয় দল থেকে অবসর নেওয়া ওজিল পুরোপুরি মত্ত ফোর্টনাইট গেম নিয়ে। ফোর্টনাইট ওয়েবসাইটের মতে, ওজিল চোটে পড়ার পর থেকে মোট ৫২২১টি ফোর্টনাইট ম্যাচ খেলেছে। দলভিত্তিক এই খেলায় প্রতি ম্যাচ খেলতে কম-বেশি করে ৫ থেকে ৬ মিনিট লাগে। তিনি দিনে প্রায় ৫ ঘণ্টা করে ফোর্টনাইট খেলেন।
মোট ৫ ঘণ্টা করে ফোর্টনাইট খেলা শরীরের ওপর বাজে প্রভাব ফেলছে। চিকিৎসকদের মতে, বেশি পরিমাণ গেম খেলা তাঁর পিঠের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার সময় বাড়িয়ে দিচ্ছে। এবং এ কারণে তাঁর মাঠে ফিরতে স্বাভাবিকের চাইতে অনেক বেশি সময় লাগছে। কারণ দীর্ঘ সময় মনিটরের সামনে ও চেয়ারে বসে থাকা পিঠের জন্য ক্ষতিকর। যে কারণে মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে ওজিলের।
জার্মান দলের হয়ে মাঠ কাঁপানো এই খেলোয়াড়ের ফুটবলের প্রতি এমন হেলাফেলা মোটেও কাম্য নয় ফুটবল্প্রেমীদের চোখে। শীঘ্রই চোট সারিয়ে মাঠে ফিরে ফুটবলে মন দেবেন, এমনটাই চাইছেন তারা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply