ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় অবস্থিত এক্সপিরিয়েন্স মিলের শ্রমিকরা বেতন বোনাসসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। রোববার সকালে মিলের শ্রমিকরা কাজে যোগদান করলেও পরে তারা বিভিন্ন দাবিতে মিল থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও মডেল থানা পুলিশ মালিক পক্ষের সাথে কথা বলে দাবির বিষয়ে শ্রমিকদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ করার নিয়ম থাকলেও তাদের জোর করে কোনো টিফিন না দিয়ে রাত ১০ পর্যন্ত কাজ করানো হয়। ডিউটি শেষে বাসায় যাওয়ার জন্য গাড়ি দেওয়া হয় না। ফলে চরম দুর্ভোগের মধ্য দিয়ে বাসায় ফিরতে হয়।
শ্রমিকরা জানান, বাইরের দালালদের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শ্রমিক নিয়োগ করা হয়। তাই বিনা নোটিশে অনেক শ্রমিকদের ছাঁটাই করা হয়ে থাকে। ঈদের আগে বেনাস দিতে হবে বলে বিনা নোটিশে গত দেড় মাসে অন্তত ৫শ শ্রমিক ছাঁটাই করা হয়েছে। হাজিরা বোনাস ৫০০ টাকা দেওয়ার নিয়ম থাকলেও ১০০ টাকা দেওয়া হয়। সর্বনিম্ন বেতন নয় হাজার ৮৪৫ টাকা দেওয়ার নিয়ম থাকলেও অনেকেরই ছয় হাজার টাকায় চাকরি করতে হচ্ছে। আবার আট বছর চাকরি করে অনেকেই নয় হাজার ৮৪৫ টাকাই পাচ্ছেন। বেতন থেকে গাড়ি ভাড়া ২০০ টাকা কেটে নেওয়া হয়। ঈদের আগে মে মাসের বেতন অর্ধেক দেওয়ার কথা বলায় এবং বোনাস না দেওয়ার কারণে তাদের এ আন্দোলন।
হ্যারি ফ্যাশনের সদ্য ছাঁটাইকৃত শ্রমিক রিয়াজ উদ্দিন জানান, বিনা কারণে তাকে জোর করে চাকরি ছেড়ে দেওয়ার কাগজে স্বাক্ষর নিয়ে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়েছে। মিলের অ্যাডমিন ম্যানেজার হুমায়ূন কবির রিপন জানান, আজ সোমবার শ্রমিকদের বোনাসের টাকা পরিশোধ করা হবে এবং তাদের অন্যান্য দাবির বিষয়টি বিবেচনা করা হবে বলে ফ্যাক্টরি ছুটি দেওয়া হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply