ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন থেকে আশা যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ভোলা আলীনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সকাল ৮:৪৫ মিনিটের সময় যাত্রীবাহীবাস গতির নিয়ন্ত্রণ হারিয়ে ৩জন পথচারী কে পিছন থেকে এসে আঘাত হানে। এদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায় বলে জানান ভোলা সদর কর্তব্যরত চিকিৎসা।
নিহত মৃতব্যাক্তির নাম মোঃমহিবুল্লাহ(২৫) পিতা সেকান্দার আলী,৩নং ওয়ার্ড চরসামাইয়া ইউনিয়ন ভোলার বাসিন্দা বলে জানা যায়।
এদিকে অপর দুই জনের অবস্থা আসংকাজনক অবস্থায় স্থানিয় জনগনের সহয়তায় ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে করর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল রেফার করেন। তাদের ১জন ভোলা আলীনগর ইউনিয়নে ২নং ওয়ার্ডের কামাল মেম্বার এর (৩) বছরের শিশু সন্তান মোঃ বায়জিৎ এবং অপরজন মোঃরাসেল(২৫) পিতাঃইসমাইল খান ৩নং ওয়ার্ড চরসামাইয়া ইউনিয়ন ভোলা।
আহত দুইজনের অবস্থা গুরুতর এবং আসংকাজনক বলে জানান আহতদের পরিবার বর্গ।
এদিকে এই ঘটনাকে কেন্দ্রকরে আহত ও নিহতের পরিবার স্বজন এবং স্থানিয় জনতাসহ বিক্ষিপ্ত হয়ে ভোলার উকিলপাড়া বাসমালিক সমিতির অফিসে গিয়ে প্রতিবাদ জানায়।এসময় ভোলার সদর সহ এক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।
একপর্যায় পরিস্থত সামাল দিতে বাসমালিক সমিতির পক্ষথেকে মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম এর আস্বাসে নিহত ও আহতদের পরিবারের মধ্যেকার এক সমঝোতায় পরিস্থিতি শান্ত হয়। এব্যাপার শফিকুল ইসলাম আহত ও নিহতদের সকল চিকিৎসা সহ যাবতীয় ক্ষতিপূরণের ব্যবস্থার মত প্রধান করেন।
এদিকে খোজনিয়ে জানা যায় যাত্রীবাহী বাসটি ইথুন দ্বীপ নামে ভোলার লালমোহন উপজেলার মালিক গৌতম বর্নিকের যাহার রেজিস্টেশন নং ০৪০০২১ বাসমালিক সমিতির দপ্তর সম্পাদক মোঃ আকতার হোসেন মঞ্জু ও মালিক সমিতির ডিপু ইনচার্জ তথ্যদেন এবং বলেন মালিক সমিতির পক্ষ থেকে তাহারা আহতদের সকল প্রকার চিকিৎসা সহ নিহতের পরিবারের যাবতীয় ব্যায়ের সকল সমস্যার সমাধান করবেন বলে সাংবাদিকদের অবহিত করেন।
উক্ত দুর্ঘটনার ব্যাপারে ভোলা সদর থানার ওসি ছগির মিয়ার কাছে জানতে চাইলে, বলেন লাশ পোষ্টমেটামের জন্য মর্গে প্রেরন করা হবে তবে এখন পযন্ত কোন মামলার বিষয়ে অভিযোগ করা হয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
এদিকে ঘাতক বাস ড্রাইভার ঘটনাস্থল থেকে পলাতক রয়েছেন বলে জানা যায়।।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply