নিলয় ধর, যশোর প্রতিনিধি : ১৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে মনিরামপুর উপজেলায় কুলটিয়া বালিকা বিদ্যালয়ে গ্রন্থাগারিক পদে নিয়োগের অভিযোগ উঠেছে। নিয়োগের দায়িত্বে থাকা ম্যানেজিং কমিটি, সভাপতি, ও প্রধান শিক্ষক সহ এই ঘুষের ১৫ লক্ষ টাকা ভাগাভাগি করে অযোগ্য প্রার্থীকে চুড়ান্ত নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে এলাকার অভিভাবকরা তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে দূর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। এলাকাবাসীর অভিযোগে জানা যায় যশোরের মনিরামপুর উপজেলায় কুলটিয়া বালিকা বিদ্যালয়ে একজন সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয়। এই পদে ১২ জন প্রার্থী আবেদন করেন। আবেদনের পর যাচাই বাছাই করে সকল প্রার্থীকে বৈধ বলে গন্য করা হয় এবং নিয়োগ পরিক্ষার জন্য চিঠি ইস্যু করা হয়। এই পরিক্ষায় মোট ১২ জন প্রার্থী অংশ নেয়। গত ৭ ই মে বিদ্যালয়ে আয়োজন করা হয় নিয়োগ পরিক্ষা।
কিন্তু এর আগে এলাকায় প্রচার হয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক ১৫ লক্ষ টাকার বিনিময়ে গাবরডাঙ্গা গ্রামের বাবুরাম বিশ্বাসের ছেলে শংকর বিশ্বাসকে নিয়োগ দেওয়া হবে। কিন্ত এই বিষয়টি জানা হলে অন্য প্রার্থী সহ এলাকাবাসী ৭ ই মে নিয়োগ পরিক্ষা বাতিলের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করে। তারপরেও কোনো অভিযোগ তাদের আটকাতে পরে নাই এবং তারা ওই দিনই নিয়োগ পরিক্ষা সম্পন্ন করে শংকর বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর খুব তাড়াতাড়ি শংকর বিশ্বাস কে যোগদান করিয়ে নেওয়া হয়। আর এই বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্য ব্যাপক অসন্তোষ দেখা দেয়। এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে অনুপম মল্লিক, প্রভাত সরকার, রাজকুমার বিশ্বাস, প্রানেশ রায় সহ এলাকার অর্থশতাধিক অভিভাবক গত রবিবার দূর্নীতি দমন কমিশনে যশোরে উপ পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক কমলেশ সরকারের সাথে কথা বলে জানা যায়, এই ১৫ লক্ষ টাকা নিয়ে নিয়োগ দেওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে তিনি বলেন সবকিছু জানেন ম্যানেজিং কমিটির সভাপতি। কিন্তু সভাপতি বুলবুল বৈরাগী জানান এই নিয়োগে কোনো টাকা নেওয়া হয়নি। উপজেলা শিক্ষা অফিসের কাছ থেকে জানা গেছে যে দূর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছেন বিষয়টা তিনি জানেন। কিন্তু সেখান থেকে কোনো অভিযোগের কপি তার কাছে আসে নাই।।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply