যাচাই-বাছাইয়ে গণহারে বিএনপির প্রার্থী বাদ পড়েছে। তাদের বিরুদ্ধে ঋণ খেলাপী সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মনোনয়ন বাতিল করা হয়।
তবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেওয়া কোনো প্রার্থীর বাদ পড়ার খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগের যেসব নেতা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, তাঁরা অনেকে বাদ পড়েছেন।
বাদ পড়ার কারণ অনুসন্ধান করে দেখা গেছে, আওয়ামী লীগের স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের বেশির ভাগই বাদ পড়েছেন ভোটারের স্বাক্ষরসংবলিত তালিকায় গড়বড়ের অভিযোগে। কেউ কেউ বাদ পড়েছেন দলীয় মনোনয়নপত্র জমা না দিয়েও নিজেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করার কারণে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে হলে তাঁর প্রার্থিতা পক্ষে সমর্থন যাচাইয়ের জন্য ওই আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সইসহ তালিকা জমা দিতে হবে। অবশ্য সাবেক সাংসদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, সারা দেশের ৪০ টির বেশি আসনে ৭৩ জনের মতো দলের বিভিন্ন পর্যায়ের নেতা স্বতন্ত্র হিসেবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, দলের নেতারা যাঁদের বলছিলেন ‘বিদ্রোহী প্রার্থী’। যাচাই-বাছাইয়ের সময় তাঁদের বেশির ভাগেরই মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। নিজেদের দলের মনোনয়ন দেওয়া হয়েছে, এমন আসন ছাড়াও জোটের শরিক বা মিত্রদের জন্য ছেড়ে দেওয়া আসনেও বিদ্রোহী প্রার্থী ছিলেন। জোট শরিক বা মিত্রদের যেসব আসনে একাধিক বিদ্রোহী ছিলেন, এর মধ্যে কোথাও একজন, আবার কোথাও দুজন টিকে গেছেন।
তবে গতকাল রোববার সারা দেশে প্রার্থী যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে প্রতিনিধিরা যেসব তথ্য পাঠিয়েছেন, তা বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া অন্তত ৩৫ জন বাদ পড়েছেন। বাদ পড়া প্রার্থীদের মধ্যে সাবেক সাংসদও আছেন। এই হিসাবের বাইরেও বাদ পড়া প্রার্থী আরও থাকতে পারেন।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্রোহীদের ব্যাপারে এবার আওয়ামী লীগ খুবই কঠোর। আগেই ঘোষণা দেওয়া হয়েছে, কেউ বিদ্রোহী হলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। যাচাই-বাছাইয়ে বেশির ভাগ বাদ পড়ে যাওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা খুশি। এ ছাড়া দলীয় ও প্রশাসনিকভাবে চাপ দিয়ে অনেককে শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করারও পরিকল্পনা আছে। বিদ্রোহীদের ব্যাপারে ব্যবস্থা নিতে দলের একটি কমিটি কাজ শুরু করেছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply