মরদেহ দেখতে এসে বৈদ্যুতিক শট সার্কিটে তৈয়ব আলী নামে এক বাড়ির কেয়ার টেকারের মৃত্যু হয়েছে। রবিবার নাটোরের সিংড়া পৌর শহরের মাদারীপুর মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত তৈয়ব আলী উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিরগাছা গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও সিংড়া হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে ডাহিয়া পিজিডি উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ হৃদ রোগে আক্রান্ত হয়ে সিংড়া পৌর শহরের মাদারীপুর মহল্লার নিজ বাড়িতে মারা যান। সকালে তার বাড়ির কেয়ারটেকার তৈয়ব আলী মনিবের মৃতদেহ দেখতে ছুটে এসে বাড়ির ছাদে উঠলে সেখানে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত হন। তাকে উদ্ধার করে সিংড়া হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পরে দুপুর সাড়ে ১২টায় পথে তার মৃত্যু হয়।
পাশ্ববর্তী বাসিন্দা অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘বৈদ্যুতিক সট সার্কিটে নিহত তৈয়ব আলী দীর্ঘদিন ধরে নিহত শিক্ষক আব্দুস সামাদের বিল্ডিংয়ের কাজ দেখাশোনা করতেন। সকালে তার মনিবের মৃত্যুর সংবাদ শুনে সে ও তার স্ত্রী ছেলে মেয়ে তার মরদেহ দেখতে এসেছিলেন। কিন্তু সেও ছাদের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যুবরণ করেছে।’
তিনি আরো বলেন, ‘এই বৈদ্যুতিক লাইনটি অপসারণ না করা হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এএমএস আলমাস বলেন, ‘বৈদ্যুতিক তারে জড়িয়ে নিহত ব্যক্তির শরীরের কিছু অংশ পুড়ে যাওয়ায় রাজশাহীতে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।’
নাটোর পল্লী বিদ্যু সমিতি-১ এর এজিএম বলেন, ‘বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যুর বিষয়টি তার জানা নেই। তবে ওই লাইন অপসারণের জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘মৃত্যুর বিষয়টি জানা নেই।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply