হাদীস: হযরত উবায়দুল্লাহ খাওলানী (রা) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত ওসমান (রা) যখন মসজিদে নববীকে ভেঙ্গে নতুনভাবে তৈরী করতে ছিলেন, তখন অনেক লোকই এ মসজিদের ব্যাপারে অনেক কিছু মন্তব্য করছিলেন।
তখন হযরত ওসমান (রা) তাদেরকে ডেকে বললেন, তোমরা মসজিদের ব্যাপারে আমাকে অনেক কিছুই বলেছ অথচ আমি হযরত নবী করীম (সাঃ) কে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য মসজিদ তৈরীর কাজে শরীক হবে আল্লাহ তায়ালা সে অনুপাতে বেহেশতের মধ্যে তার জন্য একখানা ঘর তৈরী করবেন।
তরবারী নিয়ে চলার আদব:
হাদীস: হযরত আবু বেরদাহ (রা) তার পিতা হতে বর্ণনা করেন, হযরত রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যারা তীর, ধনুক ইত্যাদি সহকারে মসজিদে অথবা বাজারে চলা ফেরা করবে তারা যেন তার ফলক হাতের মুঠের ভিতর রাখে। কোন মুসলমান ব্যক্তি তা দিয়ে যেন ক্ষতিগ্রস্ত না হয়।
মসজিদে নববী ঝাড়ু দেয়ার ফযিলত:
হাদীস: হযরত আবু হোরায়রা (রা) হতে বর্নিত। তিনি বলেন, একজন কালো পুরুষ অথবা একজন কালো স্ত্রী লোক মসজিদে নববী ঝাড়ৃ দিতেন। একদিন হঠাৎ করে সে ব্যক্তি মারা গেল। রাসূলুল্লাহ (সাঃ) তাকে দেখতে না পেয়ে সাহাবাগণকে জিজ্ঞেস করলেন, সে ব্যক্তি কোথায়? তারা সকলে উত্তর করল, সে মারা গেছে।
তিনি বললেন, আমাকে খবর দেওয়া হয়নি কেন? উত্তরে সকলে ঐ লোকটির প্রতি অবজ্ঞার ভাব প্রকাশ করল। অতঃপর রাসূলুল্লাহ (সাঃ) তাদেরকে বললেন, আমাকে তার কবর দেখিয়ে দাও। তারপর তিনি তার কবরের নিকট এসে জানাযা নামায আদায় করলেন এবং দোয়া করলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি : / শাকিল আহমেদ মোহন
Leave a Reply