
কামরান আহমেদ রাজীব কুষ্টিয়া প্রতিনিধিঃমহান মে দিবস উপলক্ষে নবগঠিত আল্লাদর্গা ড্রাইভার ও সহকারী সমিতির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় আল্লারদর্গা বাজারে র্যালি শেষে আল্লারদর্গা নবগঠিত ড্রাইভার ও সহকারী সমিতির অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার নেতৃত্ব দেয় মোহাম্মদ আলী ড্রাইভার, দিনু ড্রাইভার, জিয়া ড্রাইভার, মিনতা ড্রাইভার, রাজা বাবু ড্রাইভার, পিন্টু ড্রাইভার, আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসাইন, ইরাদ আলী, নজু ড্রাইভার সহ আরো অনেকে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা দৌলতপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এম,এ মান্নান সরদার। বক্তব্য রাখেন নবগঠিত ড্রাইভার ও সহকারী সমিতির সহ সভাপতি মোঃ ইরাদ আলী ।
সভায় বক্তারা বলেন, শ্রমিক সমাজে নির্যাতন, নিপীড়ন ও বৈষম্য দূর করতে হলে শ্রমনীতি বাস্তবায়ন প্রয়োজন। কঠোর আইন ছাড়া কখনোই শ্রমিক সমাজে বৈষম্য ও শান্তি আসবেনা। এজন্য শ্রম আইনের বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply