অবৈধ স্থাপনা, তীর, জুয়া, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিটি কর্পোরেশনের মালিকানাধীন নগরীর পৌর বিপণী মার্কেট ও সন্ধ্যাবাজারে অভিযান চালিয়েছেন তিনি।
সোমবার (২ এপ্রিল) দুপুর থেকে দিনভর ওই মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এরপর গুড়িয়ে দেয়া হয় খালের উপর নির্মিত ভবনের দ্বিতীয় তলার অবৈধ কর্মকাণ্ডের আস্তানা।
‘নিষিদ্ধ পল্লী’ থেকে ৬ পতিতা ও হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ভারতীয় তীর খেলার টুকেন সরঞ্জাম, নগদ টাকা, দেশীয় অস্ত্র।
আটককৃতদের মধ্যে আবদুস শহীদ জানান, ওই ‘নিষিদ্ধ পল্লীর’ মালিক নগরীর মেন্দিবাগের আলাউদ্দিন আলো। আলো ‘জাগো সিলেট’ নামের একটি সংগঠনের কর্ণধার বলেও জানান তিনি।
এদিকে, মেয়র আরিফ জানান, “পৌরবিপণী মার্কেট এমনিতেই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে দ্বিতীয় তলায় নির্মিত ঘরগুলোও অবৈধ। দীর্ঘদিন ধরে এসব অবৈধ ঘরের ভেতর অসামাজিক কার্যকলাপ চলে আসছে বলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন। তাই অবৈধ এই স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ফয়সল মাহমুদ জানান, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হোটেলের ভেতরে সুড়ঙ্গ তৈরি করে এরকম অসামাজিক কার্যকলাপের পেছনের মদদদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply