নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোরে অভয়নগরে মানবাধিকার কর্মী ও ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রতারনা করে চাঁদাবাজি কালে গণ ধোলাই দিয়ে দুই প্রতারকে পুুলিশের হাতে তুলে দিয়েছে জনগন। যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী দপ্তরী পাড়ায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।আটকৃতরা হলো, উপজেলার বুনোরামনগর গ্রামের নূরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম একই গ্রামের নিজাম হাওলাদারের হাওলাদারের ছেলে বাপ্পী হোসাইন ।
পুলিশ জানায়, ধোপাদী গ্রামের ইউনূস আলী দপ্তরীর ছেলে ইমানূরকে মামলার ভয় দেখিয়ে ওই প্রতারকরা দাবিকৃত চাঁদা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। পরে তারা একই এলাকার টিটো হোসেনের স্ত্রী রাজিয়ার কাছ থেকে স্বামীর নামে মামলা আছে বলে ভয় দেখিয়ে ৫শ টাকা হাতিয়ে নেয়। এসময় স্থানীয়রা তাদের চ্যালেঞ্জ করলে প্রতারক মনিরুল ও বাপ্পী পালানোর চেষ্টা করে। জনগন তাদের ধরে গণধোলাই দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ প্রতারক মনিরুল ও বাপ্পীকে আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় অভয়নগর থানার ওসি তদন্ত রকিবুজ্জামান জানান, এরা পেশাধারী প্রতারক দীর্ঘ দিন ধরে তারা মানবাধিকার ও ডিবি পরিচয় দিয়ে এলাকায় চাদাবাজি করে আসছিলো। আটককৃতদের নামে থানায় মামলা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply