নিলয় ধর, যশোর প্রতিনিধি : ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার আমড়াখালি এলাকা থেকে স্বর্ণের বারসহ ৪ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার দুপুরে ৪১ টি স্বর্ণের বারসহ শার্শার আমড়াখালী চেকপোস্ট থেকে ৪ জন চোরাকারবারিকে আটক করে বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলদেশ থেকে বিপুল পরিমান স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলগামী (ঢাকা মেট্রো-ব-১৪-৮৩০০ ) এর একটি পরিবহনে
অভিযান চালিয়ে ৪১টি স্বর্ণের বারসহ (৪ কেজি ৭৮০গ্রাম) ৪ চোরাকারবারিকে আটক করে। আটক সোনা পাচারকারী সদস্যরা হলেন, আনিসুর রহমান , রিয়াজ মোল্লা , সবুজ মৃধা ও তানভীর জামান । আটককৃত স্বর্ণের মূল্য আনুমানিক ২ কোটি ১১ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply