নিলয় ধর, যশোর প্রতিনিধি: যশোরে প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে । মঙ্গলবার নতুন করে আরো ৩১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে জেলায় মোট ২১৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে জনবল এবং স্থান সংকটের কারণে সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে সমস্যা হচ্ছে হাসপাতাল নার্স ও ডাক্তারা । এ সমস্যা সামাধানে জেলার এমপিরা না আসলেও এগিয়ে এসেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক ও সদর উপজেলার
চেয়ারম্যান শাহীন চাকলাদার । কর্তৃপক্ষের অনুরোধে তার নিজস্ব ব্যবস্থাপনায় ডেঙ্গু রোগীদের রাখার জন্য হাসপাতালের একটি বিল্ডিংয়ের দু’টি ইউনিট পরিস্কার পরিচ্ছন্ন করে ডেঙ্গু কর্ণার করে দিয়েছেন কর্তৃপক্ষকে। এই ইউনিট দুটিতে শুধু মাত্র ডেঙ্গু আক্রান্ত রোগীরা অবস্থান করবে এবং খোলা মেলা ভাবে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। এর আগে তিনি ডেঙ্গু রোগীর পরীক্ষার এনএস-১ ডিভাইজ হাসপাতালে প্রদান করেন। মঙ্গলবার দুপুরে হাসপাতালে ডেঙ্গু কর্ণার কাজের অগ্রগতী দেখতে ও ডেঙ্গু রোগীর খবর নিতে হাসপাতালে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক শাহীন চাকলাদার। মঙ্গলবার ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ডেঙ্গু
রোগী পাওয়া গেছে ৩১ জন। এই পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে ৯২ জন রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৩ জন ও বেসরকারি ক্লিনিকে ২৯ জন। গত ২১ শে জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ডেঙ্গু রোগী পাওয়া গিয়েছে ২১৬ জন।এই রোগীরদের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিশেষ কেয়ার নেওয়া হচ্ছে। এই
ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা আবুল কালাম আজাদ জানান সরকারী নির্দেশনা অনুযায়ী হাসপাতালে প্রতিটি ওয়ার্ডে সাধারণ রোগীদের পাশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু এতে করে সাধারণ রোগীদের মাঝে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক শাহীন চাকলাদার জানতে পেরে নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতালের একটি ভবনের দুটি ইউনিট পরিস্কার-পরিচ্ছন্ন করে রোগী রাখার উপযুক্ত করে দিয়েছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply