নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোরে ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবিতে বৃহস্পতিবার সকালে যশোর শহরতলীর পুলেরহাটে আরবপুর ইউনিয়ন ও চাঁচড়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান অতিথি বক্তব্যে অমিত বলেন, আজ ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে দাবিতে আমরা রাস্তায় নেমে এসেছি। কৃষক যেন তার ঘাম ঝরানো পরিশ্রমে উৎপাদিত ধানের সঠিক দাম পায়, সে জন্য আমরা কথা বলছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে থাকলে, তিনিও আপনাদের জন্য এভাবে রাজপথে নেমে আসতেন।
বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে থাকে এ জন্যই সাধারণ মানুষ আমাদের পাশে থাকে। বক্তারা মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে না কিনে, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার এবং মধ্যস্বত্বভোগী সুবিধাবাদী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করার দাবি জানান। এই মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ ও চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টিটো প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply