নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোরের শার্শার ছোট বাবু ওরফে নূর জামাল হত্যার রহস্য উদঘাটন করেছেন পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছেন পুলিশ। পূর্বের শত্রুতা অনুযায়ী, জের ধরে এই হত্যাকান্ড বলে জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার। তিনি শুক্রবার দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানানো হয় । গ্রেফতারকৃতরা হলো ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুর রউফ, ওরফে
বাবুল ডাক্তারের ছেলে তাজরিয়ান মাহমুদ তুর্য্য, একই গ্রামের ইমরান রেজা খোকনের ছেলে, তাহজীবুল বিশ্বাস ওরফে অক্ষয়, আব্দুর রহিমের ছেলে আবু জাফর, কামরুল ইসলামের ছেলে শাহীন হোসেন এবং একই উপজেলার মল্লিকপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইসলাম। পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার আরো জানান , ৩১শে জুলাই কালিয়ানী মাঠে ১টি অজ্ঞাত যুবকের লাশ পায় পুলিশ।পরে লাশের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় খুজে পান। এরপর মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার
আসামিদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর জেরা করে, আসামিরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। অতিরিক্ত পুলিশ সুপার, সালাউদ্দিন সিকদার বলেন , টাকা ও মোটরসাইকেল নিয়ে নিহত ছোট বাবুর সাথে তুর্য্যর বিরোধ চলছিল । এই বিষয় এর জের ধরে আসামিরা ছোট বাবুকে সাতক্ষীরার দেবহাটা মাঝিপাড়া থেকে ৩০ শে জুলাই ডেকে নিয়ে আসে। এবং এরপর ফেনসিডিল খাওয়ার কথা বলে শার্শার কালিয়াতিতে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে হত্যা করেন বলে
সিকার করেছে তারা । পুলিশ সুপার বলেন , নিহত ছোট বাবুর নামে ঢাকা ডিএমপি দারুস সালাম থানায় ১ টি মামলা রয়েছে । এছাড়াও তার বড় ভাই বড় বাবুর নামে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে বলে জানা গেছে । বর্তমানে তারা যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply