ইংল্যান্ড বিশ্বকাপের আজকে দুইটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় বিকাল সাড়ে ৩টায় মাঠে নামবে পাকিস্তান-আফগানিস্তান। অপর খেলায় মাঠে নামেব অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ইতোমধ্যে সেমিফানলারে দৌড়ে এগিয়ে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে কিউরা বিশ্বকাপের ৭ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাওয়া এখনও ঝুলে আছে। তাই আজকের ম্যাচটি তাদের নিউজিল্যান্ডের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে নিউজিল্যান্ডকে কারণ এই ম্যাচে কিউইরা হেরে গেলে পরের ম্যাচ জয়ের কোন বিকল্প নেই নিউজিল্যান্ডের সামনে। আর পরের ম্যাচে কিউদের প্রতিপক্ষ ক্রিকেট পরাশক্তি ভারত। তাই কেন উইলিয়ামসনরা চাইবে আজকের ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রাখতে।
কিন্তু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অতীত পরিসংখ্যানে এগিয়ে আছে স্মিথ-ওয়ার্নাররা। বিশ্বকাপে ৮টি আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া খেলেছে ১০টি ম্যাচ। সেখানে অজি শিবেরর জয় পেয়েছে ৭টি ম্যাচে আর নিউজিল্যান্ড জিতেছে মাত্র ৩টি ম্যাচে।
এদিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচে কিউদের হার চাচ্ছে বাংলাদেশ কারণটা অবশ্য ভিন্ন। আজকের ম্যাচ ও পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে যদি নিউজিল্যান্ড হেরে যায়। আর বাংলাদেশ এবং পাকিস্তান তাদের শেষ দুই ম্যাচ জিতে যায় তাহলে পাকিস্তান অথবা বাংলাদেশের পয়েন্টও হবে ১১। তখন যদি নিউজিল্যান্ড রানরেটে পিছিয়ে থাকে তাহলে নিউজিল্যান্ড বাদ যেতে পারে। তাই নিউজিল্যান্ডের হারা কামনা করতেই পারে বাংলাদেশ।
ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার বলেন,‘সেমির লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাস হারাতে চাই না আমরা।’
এদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘যদিও আমাদের আরো একটা ম্যাচ বাকি আছে (ইংল্যান্ডের বিরুদ্ধে) কিন্তু আমরা অপেক্ষায় থাকবো না। আজই অজিদেরকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করার ভাবনা দলের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply