হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন, রাসূলেপাক (সাঃ) এক সময় মক্কা অথবা মদীনার কোন এক বাগানের কাছ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি দু’ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন, তারা কবরবাসী। তাদেরকে কবরে আযাব দেয়া হচ্ছে অথচ তাদেরকে কোন বড় অপরাধের জন্য আযাব দেয়া হচ্ছে না।
অতঃপর নবী করীম (সাঃ) বললেন, তাদের একজন পেশাব থেকে নিজেকে রক্ষা করত না। অর্থাৎ পেশাব করার পর পবিত্রতা রক্ষা করত না। আর দ্বিতীয় ব্যক্তির অভ্যাস ছিল সে সর্বদা পরনিন্দা করত। অতঃপর রাসূলেপাক (সাঃ) একটি খেজুর ডাল নিয়ে আসার জন্য বললেন, ডাল নিয়ে আসার পর তিনি এটাকে দু’টুকরো করলেন এবং প্রত্যেকের কবরের উপর এক এক টুকরো গেড়ে দিলেন।
অতঃপর রাসূলেপাক (সাঃ) বললেন, ডালগুলো শুকনা না হওয়া পর্যন্ত তাদের আযাব কিছুটা হালকা করা হবে।
পেশাব করার সময় বাঁধা না দেয়া:
হাদীস: হযরত আনাস ইবনে মালেক (রা) হতে বর্ণিত। তিনি বলেন। একবার নবী করীম (সাঃ) দেখতে পেলেন, এক বেদুইন মসজিদে নববীতে পেশাব করতেছে। তার পেশাব করার সময় সাহাবাগণ তাকে বাঁধা দিতে গেলে রাসূলেপাক (সাঃ) বললেন, তাকে পেশাব করতে নিষেধ করো না।
অতঃপর বেদুইন লোকটির পেশাব শেষ হলে পানি নিয়ে আসার জন্য বললেন। অতঃপর তার পেশাবের উপর পানি ঢেলে দেয়া হলো।
রাসূলুল্লাহ (সাঃ) এর কোলে শিশু বালকের পেশাব:
হাদীস: হযরত আয়েশা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একবার একটি শিশুকে রাসূলেপাক (সাঃ) এর দরবারে নিয়ে আসা হলো। সে রাসূলেপাক (সাঃ) এর কাপড়ে পেশাব করে দিলো।অতঃপর রাসূলেপাক (সাঃ) পানি নিয়ে আসার জন্য বললেন এবং উক্ত পানি তাঁর কাপড়ে ঢেলে দেয়া হলো।
শিশুদের পেশাব ও নাপাক:
হাদীস: উম্মে কায়স বিনতে মেহসান বলেন, তিনি একবার তার দুগ্ধপোষ্য ছোট একটি শিশু-সন্তানকে রাসূলেপাক (সাঃ) এর দরবারে নিয়ে আসলেন। রাসূলেপাক (সাঃ) শিশুটিকে তার নিজ কোলে বসালেন।
অতঃপর রাসূলেপাক (সাঃ) এর কোলে পেশাব করে দিল। তখন রাসূলেপাক (সাঃ) পানি নিয়ে আসার জন্য বললেন। তারপর তা তাঁর কাপড়ে ছিটায়ে দিলেন। কিন্তু কাপড় ভাল রূপে ধৌত করলেন না।
দাঁড়িয়ে পেশাব করা:
হাদীস: হযরত হোযায়ফা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একবার হযরত নবী করীম (সাঃ) কোন এক গোত্রের অবর্জনা ফেলার স্থানে আসলেন। অতঃপর রাসূলেপাক (সাঃ) সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন তারপর পানি নিয়ে আসার জন্য বললেন, আমি হুযূর পাক (সাঃ) এর জন্য পানি নিয়ে আসলাম। অতঃপর রাসূলেপাক (সাঃ) অযু করলেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply