জাহেদ হাছান তালুকদার রাংগুনীয়া প্রতিনিধি:আজ শনিবার (১৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর মন্ত্রির বাসায় রাঙ্গুনিয়ার শারীরিক প্রতিবন্ধী এইচএসসি পরীক্ষার্থী হাবীবুর রহমানের পাশে দাঁড়িয়েছেন তথ্যমন্ত্রি ও রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হাছান মাহমুদ,পরে হাবীব ও তার বাবার হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে উৎসাহ যুগিয়েছেন হাছান মাহমুদ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের অটোরিকশাচালক রমজান আলী ও রাশেদা বেগম দম্পতির সন্তান হাবীবুর রহমান। হাছান মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম বলেন, অদম্য হাবীব শারিরীক পরিস্থিতির মাঝেও এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তা পত্রিকার মাধ্যমে মন্ত্রি মহোদয়ের নজরে আসে। হাবীবের শিক্ষা সহায়তার জন্য নগদ ৫০ হাজার টাকা তুলে দেন তিনি।
হাবিবের বাবা রমজান আলী তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বয়স যখন পাঁচ বছর, তখন রাঙ্গুনিয়া থেকে খাগড়াছড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় হাবীবের একটি হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ও অন্যটি থেঁতলে যায়। থেঁতলে যাওয়ার কারণে এক হাতের কনুই পর্যন্ত কেটে ফেলতে হয়। তার মা বাবা বলে আমাদের হাবীব ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তাঁর পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রি হাছান মাহমুদের প্রতি। মন্ত্রির দেয়া টাকা পড়ালেখার জন্য ব্যয় করবে বলে জানান।
বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে হাবীব। এসএসসিতে ৪.৮৬ পেয়ে রাঙ্গুনিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছিল। প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি এবং জেএসসি পরীক্ষায় ৪.৬৭ পায়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply