জাহেদ হাছান তালুকদার রাংগুনীয়া প্রতিনিধি:আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাংগুনীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনায় সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমিনুর রহমান, রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগ সভাপতি মাষ্টার আসলাম খাঁন, ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন, রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ই এপ্রিল তারিখে। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রীপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধযুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনীসংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়। এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্র ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply