জাহেদ হাছান তালুকদার (স্টাফ রিপোর্টার)ঃ রাঙ্গুনিয়ায় পারুয়াতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাংগুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর পারুয়া এলাকায় বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গরুটিও মারা যায়। নিহতের নাম খাজা আহমদ (৫০)।
বৃদ্ধের বাড়ি পারুয়া সেই এলাকার আনুমিয়া হাজী বাড়ির মমতাজ মিয়ার পুত্র। মোঠফোনে পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার আমাদের জানায় – বৃহস্পতিবার বিকালে হঠাৎ করে বৃষ্টিপাত এলে মাঠ থেকে গরু আনতে যায় বৃদ্ধ খাজা আহমদ। গরুটি নিয়ে মাঠ থেকে আসার সময় আনুমানিক ৪:৩০মি দিকে গরু সহ বজ্রপাতের স্বীকার হন তিনি।
আর ঘটনাস্থলেই গরুটির মৃত্যু হয়। আর বজ্রপাতের খবরটি এলাকায় জানা গেলে তার পরিবার খাজা আহমদকে সেখান থেকে উদ্ধার করে রাংগুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত খাজা আহমদ রেখে গেছেন তার ৪ মেয়ে ও ১ পুত্র সন্তান। খাজা আহমদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য যে— পৃবে পারুয়ায় গত বুধবারেও একই ভাবে বজ্রপাতে ২টি গরু মারা গিয়েছিল।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply