জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রাজনীতিতে গুনগত পরিবর্তন প্রয়োজন। জাতীয় পার্টি সে লক্ষেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রাজনীতি আজ ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। ব্যবসায়ীরা রাজনীতি অর্থলগ্নি করে কড়াই-গন্ডায় তার ফায়দা তুলে নিচ্ছেন। সাধারণ মানুষ এ ধরণের রাজনীতি থেকে মুক্তি চায়। জাতীয় পার্টি আগামীতে রাজনীতিতে গুনগত পরিবর্তন আনবে।
সোমবার রাজধানীর কাকরাইলস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় ইফতার মাহফিলে এরশাদের আসার কথা থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি শেষ পর্যন্ত যোগ দিতে পারেননি।
জিএম কাদের উপস্থিত নেতাকর্মীদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামীতে জাতীয় পার্টি একক নেতৃত্ব দেবে না। সকলের মতামত নিয়ে পার্টি চলবে, সকল সিদ্ধান্ত ও কর্মসূচী ঠিক করা হবে সকলের সমন্বয়ে। সফলতা-ব্যর্থতা সকলের।
তিনি বলেন, ব্যক্তি স্বার্থ উৎসর্গ করে যারা দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেছে সেই তরুণদেরই জাতীয় পার্টির নীতি নির্ধারনী পর্যায়ের নেতৃত্বে নিয়ে আসা হবে। বিগত দিনে যারা ব্যক্তি স্বার্থকে গুরুত্ব না দিয়ে জাতীয় পার্টির রাজনীতির মাঠে ছিলো, যারা ক্রিম খেতে রাজনীতিতে আসেনি ভবিষ্যতে তাদেরই মূল্যায়ন করা হবে।
টাকা বা অস্ত্র নয়, আমরা মানুষের ভালোবাসার শক্তি দিয়ে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাব একথা উল্লেখ করে সাবেক মন্ত্রী কাদের বলেন, আমরা মনাষের জন্য রাজনীতি করি। তাই সব সময় মানুষের জন্য কাজ করে যেতে চাই। রাজনীতি করে মানুষের যদি উপকারই না আসে তাহলে এমন রাজনীতি করে কোন লাভ নেই। আমরা মানুষের সঙ্গে আছি। থাকতে চাই। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মানুষের কাছে যান। সবার সুখ দুঃখে যদি আমরা পাশে থাকতে পারি তাহলে জাপার জনপ্রিয়তা এমনিতেই বাড়বে। জনপ্রিয়তা বাড়লে জাতীয় পার্টিকে অবহেলা করার কোন সুযোগ থাকবে না। আমি ভাল আছি, আগামীতে আরো ভালো থাকতে চাই।
৫২ নং ওয়ার্ড জাপার কমিটি ঘোষণা ॥ শেখ মাইনুদ্দিন বাবুকে সভাপতি এবং বাবুল হোসেন মিন্টুকে সাধারণ সম্পাদক হরে ৫২ নম্বর ওয়ার্ডের ৫১ সদস্য কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাজধানীর মুরাদপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ঢাকা মহানগর জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এ কমিটি মঘোষণা করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply