হাদীস: হযরত আনাস ইবনে মালেক (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একবার নামাজের সময় উপস্থিত হলে যাদের বাড়ি কাছে ছিল তারা অযু করার জন্য বাড়ি চলে গেলেন এবং কিছু লোক রয়ে গেলেন যাদের অযুর কোন ব্যবস্থা ছিল না। অতঃপর রাসূল (সাঃ) এর জন্য একটি পাথরের পাত্রে পানি আনা হলো।
পাত্রটি এতো ছোট ছিল যে, তার মধ্যে রাসূল (সাঃ) এর উভয় হাত ঢুকিয়ে দেয়া সম্ভব ছিল না। উক্ত পাত্র থেকেই যারা অযু করতে পারেনি তারা অযু করলেন। আমরা জিজ্ঞেস করলাম, আপনারা কয়জন লোক ছিলেন। তিনি বললেন ৮০ জন অথবা তার চেয়ে আরো বেশি।
অযু করার পাত্র:
হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে যায়েদ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূল (সাঃ) আমাদের বাড়ি এলেন। আমরা তাঁকে পিতলের একটি পাত্রে পানি দিলাম। তিনি তা দিয়ে অযু করলেন।
তার মখুমন্ডল তিনবার ও উভয় হাত দু’বার করে ধৌত করলেন এবং তার হাত সামনে ও পিছনে এনে মাথা মাসেহ করলেন পরে উভয় পা ধৌত করলেন।
গোসল ও অযুর পানির পরিমাণ:
হাদীস: হযরত আনাস ইবনে মালেক (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) এক সা থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং অযু করতেন এক মুদ পানি দিয়ে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply