নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা জাহারুল ইসলাম কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার বেলা ১১ টার দিকে নর্থ
বেঙ্গল সুগার মিল গেট এলাকায় কুপিয়ে জখম করা হলে দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাহারুল ইসলাম থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং
সিরাজীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। এঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও দলীয় সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগ নেতা ফিরোজ আল হক ভূঁয়ার সাথে যুবলীগ নেতা জাহারুল ইসলামের বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে বুধবার বেলা ১১টার দিকে ফিরোজ আল হক ভূঁইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী নর্থ বেঙ্গল সুগার মিলের ২নং গেট
এলাকায় জাহারুল ইসলামের ওপর হামলা চালায়। এসময় জাহারুলের মাথা সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতারি কুপিয়ে জখম করে তারা। এসময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হন আরো
কয়েকজন। স্থানীয় লোকজন আশংকা জনক অবস্থায় জাহারুলকে উদ্ধার করে প্রথমে লালপুর ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে লালপুর হাসপাতালের চিকিৎসক নজিবুল হক জানান, জাহারুলকে
আশংকাজনক অবস্থায় রামেক হাসপাতালে পাঠানো হয়। তার মাথা হাত ও পায়ে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে একটি সূত্র জানায়, ঘটনার পর পরই আওয়ামীলীগ নেতা ফিরোজ আল হক ভুইয়াকে তার বাড়ি থেকে আটক করেছে র্যাবের একটি দল।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply