আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেটে একের পর এক চমক দেখিয়ে চলেছেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। বুধবার লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসাবে ৪০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসাবে ৫০০ উইকেট শিকারের কীর্তি অর্জন করেছিলেন এই ক্রিকেটার।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বুধবার মিরপুরে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও উত্তরা স্পোর্টিং ক্লাব। আব্দুর রাজ্জাক খেলছেন প্রাইম ব্যাংকের হয়ে।
এই ম্যাচ খেলতে নামার আগে ৪০০ উইকেট নিতে আব্দুর রাজ্জাকের প্রয়োজন ছিল ১ উইকেট। উত্তরার আনিসুল ইসলাম ইমনকে বোল্ড করে রেকর্ড গড়েন রাজ্জাক। এরপর তিনি নেন আরো চার উইকেট। মোট ৮ ওভার বল করে ১৫ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন আব্দুর রাজ্জাক। এক ওভার মেডেন করেন তিনি। এখন পর্যন্ত ২৬৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৪০৩টি উইকেট শিকার করেছেন আব্দুর রাজ্জাক।
ম্যাচটিতে প্রথমে টস হেরে ব্যাট করতে নামে প্রাইম ক্রিকেট ক্লাব। ৩৮ ওভারে ৭ উইকেটে ২৩০ রান সংগ্রহ করে তারা। এরপর বৃষ্টি নামে। বৃষ্টি থামার পর খেলা শুরু হলে উত্তরার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৮ ওভারে ২৪০ রান। কিন্তু উত্তরা ৩৮ ওভারে ৮ উইকেটে ১৮২ রান করতে সক্ষম হয়। ম্যাচ সেরা হন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের আব্দুর রাজ্জাক।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply