এবারের বিশ্বকাপই নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলে জানালেন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাই বলে তিনি বাড়তি কোনো চাপ নিচ্ছেন না। তবে, মাঠে নিজের সেরাটা ঢেলে দিতে চান তিনি। তার মতে, এবারের বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সেমিফাইনাল খেলাটা অসম্ভব কিছু না।
সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। নিজের সবটুকু উজাড় করে দিতে চাই। বিশ্বকাপে আমার ব্যক্তিগত চাওয়া নাই। চেষ্টা করব ভালো করার। ভালো কিছু করতে পারলে সবাই খুশি হবে। সেমিফাইনালে খেলা অসম্ভব কিছু না। অতিরিক্ত কোনো চাপ নিচ্ছি না। শেষ বিশ্বকাপ খেলছি, লক্ষ্য থাকবে ভালো কিছু করে আসা। কষ্ট করতে হবে। বিশ্বকাপ জিতে আসতে হবে এমন চাপ নাই। কিন্তু আমরা ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি। আপনারা যদি দেখেন, বিশ্বের বড় বড় ক্রিকেট বিশ্লেষক যারা তারা কিন্তু আমাদের ফেভারিট বলে না। কিন্তু যদি অসাধারণ কিছু করতে পারি তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। অতীতে যেটা হয়েছে।’
বিশ্বকাপের সময় খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম পরিহার করার পরামর্শ দিয়ে মাশরাফি বলেন, ‘সোশ্যাল মিডিয়া খেলার ক্ষেত্রে কিছু দিবে না। বিশ্বকাপের সময় সবার উচিৎ হবে সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলা। এসময় সবাইকে মনোযোগ দিতে হবে বিশ্বকাপের উপর। সোশ্যাল মিডিয়া কখনোই আমাকে প্রভাবিত করে না।’
মাশরাফি বলেন, ‘পেস বোলাররা ভালো করলে জয়ের সম্ভাবনা বেশি থাকবে। গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খুব ভালো করতে পারিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিলাম। কিন্তু পেস বোলিং অতোটা ভালো হয়নি। ইংল্যান্ডের বিপক্ষেও ভালো হয়নি।’
অধিনায়ক বলেন, ‘উইকেটের উপর অনেক কিছু ডিপেন্ড করে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের বোলাররাও ৩৫০ রান দিচ্ছে। পরে আবার চেজও করছে। ওয়ানডে ক্রিকেটে পেস মেটার না। ভ্যারিয়েশন মেটার করে। দলে এক্সট্রা পার্ট আমাদের নাই। যেমন লেগস্পিনার নেই। তবে, সাকিব ওয়ার্ল্ড ক্লাস স্পিনার। মিরাজ আছে। মোস্তাফিজ, রুবেল, সাইফউদ্দিনরা ভালো করছে। আমি বলব, ইউনিট হিসাবে আমরা ভালো। আমাদের অ্যাবিলিটি সম্পর্কে আমরা জানি। সেভাবে আমাদের খেলতে হবে।’
আগামী ৩০ মে-১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। বিশ্বকাপে খেলতে নামার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে মাশরাফি বিন মর্তুজার দল। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে অংশ নিতে আগামী ১ মে ঢাকা ছাড়বে টাইগাররা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply