আত্মঘাতী সিরিজ বোমা হামলায় বিধ্বস্ত শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশটির রাজধানী কলম্বোর ৪০ কিলোমিটার পূর্বের পুগোদা শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বলেন, শহরের ম্যাজিস্ট্রেট আদালতের পেছনে ফাঁকা জায়গায় বিস্ফোরণ ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিনি বলেন, আদালতের পেছনে একটি বিস্ফোরণ ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
সাম্প্রতিক সময়ের অন্য বিস্ফোরণের মতো এটা নিয়ন্ত্রিত বিস্ফোরণ নয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত রোববার কলম্বো ও এর আশপাশের কয়েকটি গির্জা ও হোটেলে কয়েক দফা আত্মঘাতী হামলায় অন্তত ৩৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply