নায়ক ফারুক গাজীপুর থেকে নির্বাচনে প্রার্থী হতে চাইছেন। মংলা থেকে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন প্রত্যাশা করছেন নায়ক শাকিল খান। নায়ক ফেরদৌস নাকি এরই মধ্যে সবুজসংকেত পেয়েছেন। এই গুঞ্জনে নতুন যুক্ত হয়েছে শাকিব খানের নাম।
তিনি নাকি গোপালগঞ্জ-২ আসন থেকে সংসদ নির্বাচন করছেন! আসলেই কি জাতীয় সংসদ নির্বাচন করবেন শাকিব খান?তিনি বলেন,‘এ মুহূর্তে আমার নির্বাচন করার কোনো ইচ্ছে নেই। এখন আমার চলচ্চিত্র করার সময়। আমার সবটা সময় চলচ্চিত্রেই দিতে চাচ্ছি। আমি স্বপ্ন দেখি বাংলাদেশে বসে বিশ্বমানের ছবি নির্মাণ করব। আমি সেই চেষ্টা করে যাচ্ছি। যখন চলচ্চিত্রে আমার কাজ করতে হবে না, সেই সময় এসব নিয়ে ভাবব।’
তিনি আরও বলেন,‘আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ-২ আসন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়া। এ আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বরাবরই জামানত হারান। স্বাধীনতা পরবর্তী প্রায় সব ক`টি জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দলটি। আগামী নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। ওখান থেকে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম নির্বাচিত হন। তো বোঝাই যাচ্ছে ওখানকার অবস্থা।’
তবে তিনি এই আশ্বাসও দেন,‘যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দায়িত্ব দেন। সেটা মাথা পেতে পালন করার চেষ্টা করবো। তিনি আমাদের সকলের প্রিয় মানুষ। আমি সেটা কোন দলের হয়ে বিশ্বাস করি না। তিনি সকল ক্ষেত্রে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।’
শাকিব খান বর্তমানে ‘শাহেন শাহ’ ছবিতে অভিনয় করছেন। শামীম আহম্মেদ পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত।
অনলাইন বাংলা নিউজ বিডি:/ আমিরুল ইসলাম
Leave a Reply