নওগাঁর মান্দায় বানভাসি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে । হঠাৎ বন্যায় অনেকটা দিশেহারা লক্ষাধিক মানুষ। আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রায় ২শ গ্রাম প্লাবিত হয়েছে । তলিয়ে গেছে প্রায় দু হাজার হেক্টর জমির রোপা, আউশ ও রবি ফসলসহ ৫শ পুকুরের কোটি টাকার বেশি মাছ ভেসে গেছে । দুর্গতরা অনেকেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে । দুর্গতদের তালিকা করে সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন । আর কৃষি বিভাগ তাৎক্ষণিকভাবে প্রায় ১ হাজার হেক্টর ফসলের ক্ষতি নিরূপণ করেছে।
উজানের ঢল আর টানা বৃষ্টিতে বুধবার ভোরে মান্দার আত্রাই নদীর নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৩শ ফিট ভেঙে যায় । স্রোতের প্রবল তোড়ে মুহূর্তের মধ্যে পানি ঢিকে পড়ে গ্রামের পর গ্রামে। প্রায় ৫শ পুকুরের কয়েক কোটি টাকার মাছ ভেসে যায় । প্রায় ৩ ফুট পানির নিচে তলিয়ে যায় প্রায় দু হাজার হেক্টর রোপা আউশসহ রবি ফসল । আকস্মিক এ বন্যায় ২শ গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছ। অনেকেই আশ্রয় নেয় নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ।
বাঁধ ভাঙার পর জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছে । আর ক্ষতিগ্রস্থদের দ্রুত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারি ত্রাণ সহায়তা দেয়ার আশ্বাস দিয়ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান । আর প্রায় ১ হাজার হেক্টর ফসলহানির কথা বলছে কৃষি বিভাগ ।
বানভাসিদের জন্য উপজেলা প্রশাসন ১শ পরিবারকে ১০ কেজি চাল ১ লিটার তেল,৫ কেজি চিনি ও ৫ কেজি চিড়া প্রদান করেছে ।
Leave a Reply