সুনামগঞ্জের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টার আর নেই। শনিবার সকাল ৮টা ৪৫মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক এই সংসদ সদস্য গত ১০ দিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত কারণে আইএলডি রোগে ভুগছিলেন।
আব্দুল মজিদ সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সাবেক সভাপতি। তিনি জেলার সিনিয়র আইনজীবী। ১৯৯১ সালে ছাতক দোয়ারাবাজার আসন থেকে জাতীয়পার্টির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মরহুমের মরদেহ সিলেট থেকে সুনামগঞ্জের বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর বিকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে আজই দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আব্দুল মজিদের মৃত্যুতে সুনামগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply