নাটোরের সিংড়ায় সামাজিক বনের আওতায় ৩৪৫ টি বিভিন্ন প্রজাতির গাছ পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। ধারনা করা হচ্ছে শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে সোমবার বিকেলে উপজেলা বন কর্মকর্তা মাহবুর রহমান বাদী হয়ে বন আইনে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বালুয়া বাসুয়া – বারুহাস সড়কে ২০ জন উপকারভোগী আকাশমনি, ইউকেলাপটার্স সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগায়। শনিবার গভীর রাতে স্থানীয় আবুল কালাম আজাদ তাঁর হুকুমে প্রেটোল দিয়ে গাছ গুলো পুড়িয়ে দেয়। পরের দিন স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয়।
উপজেলা বন কর্মকর্তা মাহবুর রহমান জানান, এ বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে। অভিযুক্ত আবুল কালাম আজাদ ক্ষোভের বশে এমন কাজ করেছে বলে আমরা তদন্তে প্রমান পেয়েছি। এ ব্যাপারে উর্দ্ধত্বন কর্তৃপক্ষ কে লিখিত ভাবে জানানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ বলেন, স্থানীয় ব্যক্তিদের নিয়ে সামাজিক বনায়ন হিসেবে গাছ লাগানো হয়। কিন্তু রাতের আধারে গাছ গুলো পুড়ানো হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply