সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন পুরোপুরিই সুস্থ। এর প্রমাণ পাওয়া গেল প্রাতঃভ্রমণের একটি ভিডিও দেখে। সকালে তার হাঁটার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সকালে হাঁটা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পুরোনো অভ্যাস। গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার সেই অভ্যাসে কিছুটা ভাটা পড়ে। তবে সুস্থ হয়ে উঠার পর তিনি সকালে হাঁটতে বের হচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রবিবার সকালে সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সেতুমন্ত্রী একাই স্বাভাবিক গতিতে হেঁটে যাচ্ছেন। তার পেছনে একজন সঙ্গী রয়েছেন। চোখে চশমা, কফি কালারের টিশার্ট ও কালো প্যান্টে ওবায়দুল কাদেরকে অনেকটাই স্বাভাবিক দেখাচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে সিঙ্গাপুরেই অবস্থান করছেন। রোজার প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
গত ২ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। পরদিন তাকে গুরুতর অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply