সিলেট ও আশেপাশের এলাকায় আজ শনিবার সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সকাল সাড়ে আটটায় এ ভূকম্পন হয়।
আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী আজ প্রথম আলোকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা এখনো নির্ণয় করা যায়নি। তবে উল্লিখিত সময়ে সিলেট ও আশপাশে ভূকম্পন অনুভূত হয়েছে।
সাঈদ আহমেদ চৌধুরী বলেন, ভূমিকম্পের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভূমিকম্পের কোনো রকম পূর্বাভাস দেয়া সম্ভব নয়, তাই কেবল মাত্র জনসচেতনতার মাধ্যমেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply