হাদীস: হযরত আনাস (রা)বর্ণনা করেন, নবী করীম (সাঃ) একটি পত্র লিখলেন বা লিখতে চাইলেন। তখন তাকে বলা হলো, তারা সীলমোহর ছাড়া কোন চিঠি পড়ে না। অতঃপর তিনি রূপার একটি আংটি তৈরি করালেন যার নকশা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ ।
আমি তাঁর হাতে সে আংটির উজ্জ্বলতা দেখতে পাচ্ছি। আমি কাতাদা (রা) কে বললাম, কে বলেছে তার নকশা মুহাম্মদ রাসূলুল্লাহ (সাঃ) ছিল? তিনি বললেন, আনাস (রা)।
নবী করীম (সাঃ) এর শিক্ষা দেওয়ার নীতি:
হাদীস: হযরত ইবনে মাসুদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (সাঃ) আমাদের অবস্থার প্রতি লক্ষ্য নির্দিষ্ট দিনে ওয়াজ-নসীহত করতেন। আমরা যেন বিরক্ত অনুভব না করি।
ইলমের মর্যাদা:
হাদীস: হযরত ইবনে ওমর (রা)বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল (সাঃ) কে বলতে শুনেছি, একবার আমি নিদ্রায় ছিলাম। তখন স্বপ্নের মধ্যে আমার কাছে এক বাটি দুধ আনা হল। আমি তা পান করলাম এমনকি আমি অনুভব করলাম তৃপ্তি আমার নখ দিয়েও বের হতে লাগল।
যা অবশিষ্ট ছিল, তা ওমর (রা) ইবনুল খাত্তাবকে দিলাম। সাহাবায়ে কিরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ। আপনি এ স্বপ্নের কী তাবীর করেন? উত্তর দিলেন, তাহলো ইলম।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply