গত শুক্রবার অফিস শিফট শেষ হওয়ার সময় লিফটে আটকা পড়েছিলেন ব্রিটিশ এক নারী। ৪৮ ঘন্টা ধরে লিফটে আটকে থেকে পানি শূন্যতার হাত থেকে বাঁচতে নিজের প্রস্রাব নিজেই পান করতে বাধ্য হলেন তিনি।
যুক্তরাজ্যের কেন্ট প্রদেশের হাভেল স্কয়ারের মারগেট অ্যাডাল্ট এডুকেশন সেন্টারে এই ঘটনা ঘটে।
লিফটে আটকা পর অনেকবার বের হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বারবার ব্যর্থ হয়েছিলেন। এ সময় লিফটের আশেপাশে কেউ ছিলো না। তার কাছে ছিলো না কোনো ধরনের খাবার। পান করার মতো পানিও ছিলো না তার সাথে। তাই বাধ্য হয়েই পানি শূন্যতার হাত থেকে বাঁচতে নিজের প্রস্রাব নিজেই পান করেছিলেন।
দুই দিন ধরে ওই নারীর নিখোঁজের ঘটনায় স্বজনরা পুলিশে অভিযোগ করেন। পরে লিফটের দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে তাকে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এই ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। সেই সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply