বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের দুই শিক্ষার্থী ৯৯৯-এ ফোন দেন। পরে ১০ মিনিটে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে কলেজ ক্যাম্পাস থেকে নবজাতক কন্যা সন্তানটিকে উদ্ধার করে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পরে নবজাতককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি সুস্থ আছে বলে জানান চিকিৎসক ডা. নাসরিন নাহার স্বপ্না।
বুধবার রাতে ওই কলেজের ইংরেজি বিভাগের ছাত্র শামীম রেজা ও আব্দুল্লাহ নামে দুই শিক্ষার্থী হেঁটে যাওয়ার সময় নবজাতকের কান্না শুনতে পেয়ে দাঁড়িয়ে যান। পরে শহীদ মিনারের পাশে জঙ্গলে পলিথিন মোড়ানো ওই শিশুটিকে দেখতে পান তারা। এ সময় তারা জরুরি সেবা সার্ভিস ৯৯৯-এ ফোন করেন। ১০ মিনিটের মধ্যেই পাশের স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ হাজির হয়। তারপর শিশুটিকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করিয়ে দেয়া হয়।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মন্ডল জানান, ‘শিশুটির প্রাথমিক চিকিৎসা দেয়ার পর এখন সম্পূর্ণ সুস্থ। ওই শিশুটি উদ্ধার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকা থেকে বেশকিছু দম্পতি শিশুটিকে নেয়ার জন্য এসেছিলেন। কিন্তু শিশুটির ঠোঁট কাটা থাকায় পরে কেউ আর নেয়নি। বর্তমানে ওই শিশুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply